ব্রেকিং নিউজ
গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের প্রাপ্য সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী খুলনার দাকোপের কালাবগী এলাকায় ভয়াবহ নদী ভাঙন সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর গর্ত থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, খুলনা জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাঁথিয়ায় সাঁতার প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্টিত কোনো শিক্ষার্থীই পাস করেনি ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১/৪/২০২৪, ২:০০:৩০ PM

এবার বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ

এবার বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে সাত সদস্যের কমিটি করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বদলি নীতিমালা খসড়া তৈরির আদেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।বিষয়টি নিশ্চিত করেছন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন।

এবার বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে সাত সদস্যের কমিটি করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বদলি নীতিমালা খসড়া তৈরির আদেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।বিষয়টি নিশ্চিত করেছন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন।

অধিদপ্তর সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আদলেই মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি হবে।

কিছুটা পরিবর্তন হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে। খসড়া তৈরি করতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে।